25.7 C
New York
Thursday, August 7, 2025

Buy now

spot_img

নদী গর্ভে চলে গেছে ৪০০ থেকে ৫০০ বিঘা কৃষি জমি।

জলপাইগুড়ি : মালবাজার : ১০ই জুলাই ২০২০ শুক্রবার : গত কয়েক দিনের বৃষ্টিতে জল বেড়েছে ডুয়ার্সের সব নদীতে। আর এতেই ফুসছে মাল ব্লকের চেল নদী। ইতি মধ্যে চেল নদী গর্ভে চলে গেছে ৪০০ থেকে ৫০০ বিঘা কৃষি জমি। সব থেকে বড় বিপদ চেল নদীর জল সম্পুর্ন রুপে ভেঙ্গে দিয়েছে জমি এবং গ্রামকে রক্ষা করার ৪০০ মিটার মাটির বাধ। আর এতেই চরম আতঙ্কে মালবাজার ব্লকের ডামডিম গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ডামডিমের বিস্তির্ণ এলাকা। যে ভাবে প্রতিদিন বৃষ্টি হচ্ছে তাতে আগামী কয়েকদিনের মধ্যে এই নদী গিলে খাবে পশ্চিম ডামডিম এর বড্ডা লাইন এবং খাগর্ড়া বস্তির আরো কৃষি জমি এবং বসতি এলাকা।

এলাকার কৃষক মহম্মদ মুস্তাফা আলম, ডিপি রায় খাতিন লোহার বলেন এর আগে নদী অন্য দিকে ছিলো কিন্তু এবছর নদী ঘুরে গিয়ে ইতি মধ্যে আমাদের ৪০০-৫০০ বিঘা জমি ভাসিয়ে নিয়ে গেছে। ভেঙ্গেছে প্রায় ৪০০ মিটার বাধ। সেই বাধ ভেঙ্গে নদী বসতি এলাকায় এবং অন্য কৃষি জমির দিকে ধেয়ে আসছে। অবিলম্বে ভাঙ্গা বাধ তৈরি না হলে কয়েকদিনের মধ্যে বাড়ি ঘর,  আরো কৃষি জমি চলে যাবে নদীর গর্ভে। এ ব্যাপারে এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য অজয় বিশ্রা এবং গ্রামবাসী প্রেম বাহাদুর মিজার বলেন, কৃষি জমি, বিদ্দুৎ এর খুটি, বাধ তো নদী গর্ভে গেছে। এবার নদী ধেয়ে আসছে স্কুলের দিকে এবং গ্রামের দিকে। অবিলম্বে বাধ মেরামত করা দরকার। এ ব্যাপারে আমরা প্রশাসনকে সব জানিয়েছি। প্রাশাসন সময় নষ্ট করলে বিপদ বাড়বে গ্রামের মানুষের।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

22,878FansLike
3,912FollowersFollow
14,700SubscribersSubscribe
- Advertisement -spot_img

সাম্প্রতিক খবর

error: Content is protected !!